ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১১, ১৪ জুন ২০২৫   আপডেট: ০১:১৬, ১৪ জুন ২০২৫
ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান

ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। শনিবার রাতে ইরানের বিপ্লবী বাহিনী এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে বিপ্লবী বাহিনী বলেছে, “ইরানি বাহিনী সর্বোচ্চ নেতা আলী খামেনির নির্দেশে ইসরায়েলে ডজন ডজন লক্ষ্যবস্তু, সামরিক কেন্দ্র এবং বিমান ঘাঁটির বিরুদ্ধে তাদের চূর্ণ-বিচূর্ণ অভিযান এবং সুনির্দিষ্ট হামলা পরিচালনা করেছে।”

আরো পড়ুন:

একজন ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, “ইসরায়েলের কোথাও নিরাপদ থাকবে না, আমাদের প্রতিশোধ হবে বেদনাদায়ক।”

এই কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে বলেছেন, “আমাদের কমান্ডার, বিজ্ঞানী এবং জনগণকে হত্যার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে।”

শুক্রবার ভোররাতে তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল। শনিবার প্রথম প্রহরেই ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান।

ঢাকা/শাহেদ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়