ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের ২ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৩, ১৪ জুন ২০২৫  
ইসরায়েলের ২ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

দুটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শনিবার প্রথম প্রহরে ইসরায়েলে হামলা শুরুর পর এ দাবি করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের আকাশে কমপক্ষে দুটি ইসরায়েলি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। এছাড়া এক ইসরায়েলি পাইলটকে আটক করা হয়েছে।

আরো পড়ুন:

ইরানের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে এখনো কিছু বলেনি। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের আরবি মুখপাত্র আভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ইরানের এই দাবি অসত্য।

তিনি লিখেছেন, “ইরানি মিডিয়া মিথ্যা বলছে।”

শুক্রবার ভোররাতে তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। এছাড়া ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায়ও হামলা হয়েছে। এই হামলায় ইরানের সামরিক বাহিনীর প্রধান, বিপ্লবী বাহিনীর প্রধান এবং দুজন পরামণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল। শনিবার প্রথম প্রহরেই ইসরায়েলের সামরিক ও বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান।

ঢাকা/শাহেদ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়