ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের হামলার পর ভূগর্ভস্থ বাঙ্কারে ইসরায়েলের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৯, ১৪ জুন ২০২৫  
ইরানের হামলার পর ভূগর্ভস্থ বাঙ্কারে ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইরানের হামলা শুরুর পরপর ভূগর্ভস্থ বাঙ্কারে চলে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি নিরাপত্তা বাহিনীগুলোর প্রধান এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এ তথ্য জানিয়েছে।

শুক্রবারের হামলার প্রতিশোধ নিতে শনিবার মধ্যরাত থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে ইরান দুই ভাগে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো সবাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে। এছাড়া হামলায় আহত হয়েছে ১৫ জন।

আরো পড়ুন:

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব কীভাবে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি ভূগর্ভস্থ বাঙ্কারে নিরাপত্তা প্রধান ও মন্ত্রীদের সাথে পরামর্শ করছেন।

এর আগে নেতানিয়াহু বলেছিলেন, ইরানের ‘ওপর আরো হামলা আসছে। দেশটির শাসকগোষ্ঠী জানে না কী তাদের উপর আঘাত করেছে বা কী তাদের উপর আঘাত হানবে।’

ঢাকা/শাহেদ/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়