ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ৪৪ জন আহত

ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রের পর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার প্রথম প্রহরেই এই পাল্টা হামলা চালায় তেহরান। এতে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। খবর ইয়াইনেট নিউজের।
ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক ঘণ্টার মধ্যে ইরান দুই ভাগে ১৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এগুলো সবাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নয়টি স্থানে ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের একটি ভবন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটি যে কোনো ধসে পড়তে পারে। এ আশঙ্কা থেকে ভবনটির বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পুলিশ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র।
ইরানের হামলা শুরুর পরপর ভূগর্ভস্থ বাঙ্কারে চলে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেখানে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে নিরাপত্তা বাহিনীগুলোর প্রধান এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন।
এর আগে শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও কুর্দস ফোর্সের প্রধানসহ ছয় জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৯ পরমাণু বিজ্ঞানী।
ঢাকা/ফিরোজ