ইরানে আবারো ইসরায়েলের হামলা, পাল্টা হামলা তেহরানের

গতকাল শুক্রবারের পর আজ শনিবার (১৪ জুন) আবারো ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে হঠাৎই হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল।
এর জবাব দিতে শনিবার মধ্যরাতে ইসরায়েলে কয়েকশ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তাদের এ হামলার পর ইরানে ফের হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে নতুন করে পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ১ ঘণ্টার মধ্যে ইসরায়েলে নতুন করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
Notice: Trying to get property 'num_rows' of non-object in /var/www/risingbd.com/details.php on line 698
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে।
তেল আবিবকে ইসরায়েলের শহরগুলো মধ্যে রত্ন হিসেবে বিবেচনা করা হয়। শহরটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং তেল আবিবের বাসিন্দারা এই ধরনের হামলার ঘটনার সঙ্গে অভ্যস্ত নয়।
শনিবার মধ্যরাত থেকে ইরানের পাল্টা হামলায় ব্যাপক বিস্ফোরণ ও আগুনের যে তীব্রতা ইসরায়েল দেখছে, তা দেশটির জনসাধারণের কাছে নতুন ঘটনা।
অপরদিকে, ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েলের নতুন হামলা ঠেকাতে রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
ঢাকা/ফিরোজ