ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ জুন ২০২৫   আপডেট: ১৪:৫২, ১৭ জুন ২০২৫
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রাশিয়ার ‍নতুন হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

তিন বছরেরও বেশি সময় আগে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু হওয়ার পর আজ মঙ্গলবারের হামলাটি কিয়েভে সবচেয়ে বড় বোমা হামলাগুলোর মধ্যে একটি। খবর বিবিসির।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, রাশিয়া মোট ৪৪০টি ড্রোন ও ৩২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

আরো পড়ুন:

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ইউনিট রাতভর ১৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, কিয়েভে হামলা নয় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে– মধ্যরাতের আগে থেকে সূর্যোদয়ের পর পর্যন্ত বাসিন্দারা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা আরো জানিয়েছেন, রাশিয়ার হামলায় কিয়েভের মোট ২৭ জেলা অগ্নিকাণ্ডের কবলে পড়েছে।

ইউক্রেনের সাংসদ লেসিয়া ভ্যাসিলেনকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “একটি ভয়াবহ দুঃস্বপ্নের রাত থেকে জেগে উঠেছি: ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েছে এবং পূর্ণ ভবন ধসে পড়েছে।”

তিনি জানান, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে এখনও মানুষকে উদ্ধার করার জন্য কাজ করছে।

রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে বিমান হামলা তীব্র করেছে, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন ও ডিকয় পাঠানোর কৌশল ব্যবহার করছে।

এদিকে, যুদ্ধবিরতির আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ইউক্রেনও রাশিয়ায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাম্প্রতিকতম হামলাকে ‘বিশুদ্ধ সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

জেলেনস্কি বলেন, “এটি খারাপ, যখন বিশ্বের ক্ষমতাধররা রাশিয়ার কর্মকাণ্ডের প্রতি অন্ধ থাকে।” তিনি আরো বলেন, “সন্ত্রাসীদেরই ব্যথা অনুভব করা উচিত; সাধারণ, শান্তিপ্রিয় মানুষদের নয়।”

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন, দক্ষিণ ইউক্রেনের ওডেসা শহরেও ড্রোন হামলা হয়েছে, যার ফলে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার আশা করেছিলেন, কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন। 

এই খবর জেলেনস্কি ও তার প্রশাসনের জন্য একটি ধাক্কা হিসেবে এসেছে, ইউক্রেন কৌশলগত ও সামরিক লক্ষ্যের জন্য জি৭ সম্মেলনে মার্কিন সমর্থন পাওয়ার প্রত্যাশা করেছিল।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়