ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশ্ন হলো, ইসরায়েলের পক্ষে ট্রাম্প সমর্থন কতটা জোরালো করতে চান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ১৮ জুন ২০২৫  
প্রশ্ন হলো, ইসরায়েলের পক্ষে ট্রাম্প সমর্থন কতটা জোরালো করতে চান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলের বিরুদ্ধে ইরান যুদ্ধ ঘোষণা করায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নতুন মোড় নিয়েছে। পূর্ণ মাত্রায় যুদ্ধে েইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র কতটা জোরালো অবস্থান নেবে, তা নির্ভর করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। 

আলজাজিরার জ্যেষ্ঠ প্রতিবেদক মাইক হান্না ওয়াশিংটন থেকে লিখেছেন, প্রশ্ন হলো, তিনি (প্রেসিডেন্ট ট্রাম্প) ইসরায়েলের জন্য সমর্থন কতটা জোরদার করতে চান।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্র বহু দশক ধরে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছে এবং এই নির্দিষ্ট সংঘাতে কোনো সন্দেহ নেই যে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো ইসরায়েলি ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।

দুটি বিমানবাহী রণতরীসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি নৌবহরও রয়েছে। সব মিলে, যেকোনো সময় এই অঞ্চলে প্রায় ৪০ হাজার থেকে ৫০, হাজার মার্কিন সেনা অবস্থান করে।

এই সংখ্যা ওঠানামা করে এবং পরিবর্তিত হয়, তাই স্থলে বাড়তি সেনা মোতায়েনের নির্দিষ্ট হিসাব দেওয়া কঠিন।

কিন্তু মূল প্রশ্ন হলো, চলমান এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্প দৃশ্যমানভাবে কোন মাত্রায় সেনাবাহিনী ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ভূমিকা বাড়াতে চান।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়