ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য দিলেন গ্রোসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২০ জুন ২০২৫   আপডেট: ০৯:৪৯, ২১ জুন ২০২৫
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য দিলেন গ্রোসি

আন্তর্জাতিক আনবিক সংস্থা-আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আন্তর্জাতিক আনবিক সংস্থা-আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরেছেন।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই বৈঠক হয়। অবশ্য রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাদের কাছে নেই; যদি ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

ফোরদো পারমাণবিক স্থাপনা পাহাড়ের নিচে ২০০ ফুটেরও বেশি গভীরতায়, যেখানে সাধারণ বোমা বা ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি হওয়ার শঙ্কা কম। তবে ইরানের অন্যান্য পারমাণবিক ক্ষেত্রে হামলায় বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে ইরান।

বেসামরিক শক্তির উৎস হিসেবে ইরান পারমাণবিক ক্ষেত্রগুলো ব্যবহার করছে। তবে ইসরায়েল বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির দুয়ারে রয়েছে। এই অজুহাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়ে ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরার শুরুতে বলেন, ফোরদো পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত নন তারা।

গ্রোসি তার বক্তব্যে ইসফাহান পারমাণবিক স্থাপনায় আঘাতের কথা তুলে ধরেন। গত শুক্রবারের হামলায় ইসফাহানের পারমাণবিক স্থাপনায় চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রোসির দেওয়া তথ্য অনুযায়ী, এসব ভবনের মধ্যে রয়েছে:

১. কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার
২. ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র
৩. তেহরান রিঅ্যাক্টর ফুয়েল উৎপাদন কেন্দ্র
৪. সমৃদ্ধ ইউরেনিয়াম ধাতব প্রক্রিয়াকরণ কেন্দ্র (যেটি নির্মাণাধীন)

তবে এইসব ক্ষয়ক্ষতির পরও পার্শ্ববর্তী এলাকায় বিকিরণের মাত্রা বৃদ্ধি পায়নি বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেন রাফায়েল গ্রোসি।

আন্তর্জাতিক আনবিক সংস্থার মহাপরিচালক গ্রোসি নিরাপত্তা পরিষদে খন্দাব ভারী পানি গবেষণা রিঅ্যাক্টরে হামলার তথ্য দেন।

তিনি বলেন, আরাক অঞ্চলে নির্মাণাধীন খন্দাব ভারী পানি গবেষণা রিঅ্যাক্টরেও আঘাত হেনেছে। যেহেতু এটি চালু ছিল না এবং সেখানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না, তাই বিকিরণজনিত কোনো ঝুঁকি দেখা যাচ্ছে না।

গ্রোসি জানান, নিকটবর্তী ভারী পানি উৎপাদন কেন্দ্রটিও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে, তবে এখানেও তেজস্ক্রিয়তার কোনো আশঙ্কা নেই।

ইসরায়েলি হামলার পর নাতাঞ্জ কেন্দ্রের বাইরের রেডিওএকটিভিটির মাত্রা স্বাভাবিক রয়েছে
জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে রাফায়েল গ্রোসি জানান, নাতানজ স্থাপনায় দুটি মূল ইউনিট রয়েছে। প্রথমটি হচ্ছে মূল ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। ১৩ জুনের প্রাথমিক হামলায় এই স্থাপনার বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়। এর মধ্যে ছিল একটি বৈদ্যুতিক সাবস্টেশন, মূল বিদ্যুৎ সরবরাহ ভবন, জরুরি বিদ্যুৎ ব্যবস্থা এবং ব্যাক-আপ জেনারেটর।

একই দিনে মূল ক্যাসকেড হলেও ভূমি ভেদকারী অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে গ্রোসি তার বক্তব্যে তুলে ধরেন।

গ্রোসি জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে রয়েছে দ্বিতীয় ইউনিট, যেটি পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট। এটি একটি স্থলভাগ এবং ভূগর্ভস্থ ক্যাসকেড হল নিয়ে গঠিত। ১৩ জুনের হামলায় এর উপরিভাগ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং ভূগর্ভস্থ অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেডিওএকটিভিটির মাত্রার বিষয়ে রাফায়েল গ্রোসি জানান, নাতাঞ্জ কেন্দ্রের বাইরের বিকিরণমাত্রা অপরিবর্তিত এবং স্বাভাবিক রয়েছে, যা নির্দেশ করে যে সাধারণ মানুষ বা পরিবেশের ওপর কোনো বাহ্যিক বিকিরণজনিত প্রভাব পড়েনি।

অভ্যন্তরীণ দূষণের বিষয়ে তিনি বলেন, তবে নাতাঞ্জ স্থাপনাটির অভ্যন্তরে তেজস্ক্রিয় ও রাসায়নিক দূষণ বিদ্যমান রয়েছে। এই বিকিরণ শ্বাসের মাধ্যমে বা খাবারের মাধ্যমে দেহে প্রবেশ করলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তবে সঠিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যেমন শ্বাসযন্ত্র রক্ষা সরঞ্জাম ব্যবহার বা গ্রহণ করলে ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়