ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

সরাসরি: ইরান নিয়ে নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনও মানছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২১ জুন ২০২৫   আপডেট: ১৪:০০, ২১ জুন ২০২৫
ইরান নিয়ে নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনও মানছেন না ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ‘ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না’ বলে যে রিপোর্ট দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। 

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং তার গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড এই বিষয়ে ভুল বলেছেন। এ মন্তব্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন সরাসরি প্রত্যাখ্যান করলেন প্রেসিডেন্ট।

আরো পড়ুন:

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকরা ‘ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না বলে যুক্তরাষ্ট্রের সরকারি অবস্থান’ সম্পর্কে জানতে চাইলে টাম্প বলেন, “তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল। কে বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না?” 

সাংবাদিকরা তখন উত্তর দেন, “আপনার জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ডই এই অবস্থান ব্যাখ্যা করেছেন।” তখন ট্রাম্প পাল্টা জবাব দেন, “তিনি (গ্যাবার্ড) ভুল।”

এর আগে, ২৫ মার্চ কংগ্রেসে উপস্থাপিত প্রতিবেদনে গ্যাবার্ড বলেন, “গোয়েন্দা তদন্তে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণ কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি এবং সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ আলি) খামেনি ২০০৩ সালে স্থগিত করা পারমাণবিক অস্ত্র কর্মসূচি অনুমোদন করেননি।”

গোয়েন্দা প্রধান মার্কিন আইন প্রণেতাদের আরো বলেন, “তেহরান যদি তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় অনুমোদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসি (মার্কিন সংস্থা সংস্থাগুলোর কোড নাম) নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে।”

তবে শুক্রবার ট্রাম্পের মন্তব্যের পর গ্যাবার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমেরিকার কাছে তথ্য আছে যে, ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, এটা হতে দেওয়া যাবে না, আর আমি এতে একমত।”

বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডের নতুন বক্তব্য আগের মূল্যায়নের সঙ্গে সাংঘর্ষিক নয়, কারণ তিনি এখনও দাবি করছেন না যে ইরান অস্ত্র তৈরি করছে।

গত ১৩ জুন থেকে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে, যার জবাবে তেহরান প্রতিশোধমূলক হামলা চালায়। দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা এখনো অব্যাহত রয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত এবং কয়েশ শ’ আহত হয়েছে। ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত এবং ১,০০০ এরও বেশি আহত হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার মতে, ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে দিয়েছে। সিএনএন জানিয়েছে, হামলায় ইরানের নাতানজ পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও, ফোরদোর ভারী সুরক্ষিত স্থাপনাটির তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল।

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়