ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

সরাসরি: রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২১ জুন ২০২৫   আপডেট: ১৩:৩৭, ২১ জুন ২০২৫
রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না: পুতিন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়ে এসেছে যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না।

সংবাদ সংস্থা রিয়া নোভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলে খবর আরজাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার জাতীয় গোয়েন্দা পরিচালকের বক্তব্য ‘ভুল’, যেখানে তিনি (পরিচালক) বলেছিলেন ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না।

আরো পড়ুন:

এর আগেই রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ আলজাজিরাকে জানিয়েছিলেন, “প্রেসিডেন্ট পুতিন বারবার ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন।”

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। উভয় দেশের সঙ্গে রাশিয়ার শক্তিশালী ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে একাধিকার কথা বলেছেন পুতিন। এই সংঘাতে ঘি ঢালার জন্য তার দেশ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। 

অবশ্য পুতিনের মধ্যস্থতার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইউরোপের নেতারা। ইউক্রেনে আগ্রসান চালানোর জন্য কোণঠাঁসা রাশিয়াকে ইরান-ইসরায়েল সংঘাত নিরসনের দূত হিসেবে দেখতে চান না ইউরোপীয় নেতারা। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প একবার বলেছেন, এই সংঘাত মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন প্রেসিডেন্ট পুতিন।

১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তারপর পাল্টা হামলায় নামে ইরান। উভয় দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। 

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে বলে অভিযোগ তুলে দেশটিতে নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল; যেখানে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই।

ইরাকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার আছে বলে অভিযোগে ২০০৩ সালে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও তেমন কোনো অস্ত্রই ছিল না ইরাকে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল ইরাক মডেলে ইরানে হামলা চালাচ্ছে, যার কোনো ভিত্তিই নেই।

ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ লিখেছে, জায়নবাদী শাসন ১৩ জুন ইরানের বিরুদ্ধে একটি উস্কানিমূলক আগ্রাসী যুদ্ধ শুরু করে। তারা ইরানের পারমাণবিক, সামরিক ও আবাসিক স্থাপনায় বিমান হামলা চালায়, যার ফলে অনেক শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন।

ইরানি সামরিক বাহিনী তাত্ক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর মহাকাশ বিভাগ ২১ জুন পর্যন্ত ‘ট্রু প্রমিজ থ্রি’ (সত্য প্রতিশ্রুতি-৩) অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে দফায় দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। 

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়