ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২২ জুন ২০২৫  
ইসরায়েলের ওপর সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর তেহরান ইসরায়েলের উপর হামলায় সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রের ফাইল ফুটেজ সম্প্রচার করে দাবি করেছে আজকের হামলায় এটি ব্যবহার করা হয়েছে।

ইরানের বিপ্লবী বাহিনীর দেওয়া তথ্য অনুসারে, মার্কিন পদক্ষেপের পর ইরান কমপক্ষে ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে খোররামশাহর-৪ রয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২০০০ কিলোমিটার এবং এতে এক হাজার ৫০০ কেজি ওজনের ওয়ারহেড রয়েছে।

আরো পড়ুন:

ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে ইরানের খোররামশাহর শহরের নামে। এই শহরে ১৯৮০-এর দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় তীব্র লড়াই হয়েছিল।

ইসরায়েলের উদ্ধারকারীরা জানিয়েছেন, সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। ইরানের হামলায় যেসব এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোর মধ্যে উত্তর তেল আবিবের একটি বেসামরিক এলাকাও রয়েছে। হামলার স্থানগুলোর মধ্যে একটি শপিং সেন্টার, একটি ব্যাংক এবং একটি সেলুন ছিল। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়