ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলও ফোরদোতে হামলা চালিয়েছে: কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২৩ জুন ২০২৫   আপডেট: ১৫:৩৬, ২৩ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলও ফোরদোতে হামলা চালিয়েছে: কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর ইসরায়েলও ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইরানের কোম প্রদেশের সংকট ব্যবস্থাপনা সদর দফতরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার পর দিনই ইসরায়েলি সেনাবাহিনী ফরদো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

ইরানের আধা-সামরিক বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ওই কর্মকর্তা বলেছেন, এই হামলার ফলে অবশ্য আশপাশের বসবাসকারীদের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।

রবিবার (২২ জুন) ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় বাঙ্কার বাস্টার বোমা দিয়ে হামলা চালায় যুুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ দিন ফোরদোসহ নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনাতে মার্কিন বোমারু বিমান হামলা চালায়। 

হামলার পর ট্রাম্প বড় গলায় বলেন, “ফোরদো শেষ।” তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। ইরানে হামলার কার্যকারিতার প্রশংসা করে রবিবার রাতে ট্রাম্প বড় মুখে আবার বলেন, “ইরানের পারমাণবিক বোমা আমরা কেড়ে নিয়েছি।”

ট্রাম্পের এসব বক্তব্যের পর ইসরায়েলও এক দফায় ফোরদোতে হামলা চালিয়েছে বলে ইরানি কর্মকর্তা তথ্য দিলেন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়