ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: মধ্যপ্রাচ্যে একে একে বন্ধ হচ্ছে এয়ারলাইন্স, এবার এয়ার ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ২৩ জুন ২০২৫   আপডেট: ২০:০২, ২৩ জুন ২০২৫
মধ্যপ্রাচ্যে একে একে বন্ধ হচ্ছে এয়ারলাইন্স, এবার এয়ার ফ্রান্স

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স। এবার ঘোষণা এলো ফরাসি বিমানসংস্থা এয়ার ফ্রান্সের। সংস্থাটি জানিয়েছে, তারা আগামী ১৪ জুলাই পর্যন্ত তেল আবিবগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

আলজাজিরা লিখেছে, এয়ার ফ্রান্সের এক মুখপাত্র এই ঘোষণার তথ্য জানিয়েছেন।

আরো পড়ুন:

এই মুখপাত্র আরো বলেন, লেবাননের রাজধানী বৈরুত থেকে আসা ও ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোও ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদগামী ফ্লাইটগুলো ২৪ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানান ওই মুখপাত্র।

এদিকে ফিনল্যান্ডের বিমানসংস্থা ফিনএয়ার জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ৩০ জুন পর্যন্ত কাতারের রাজধানী দোহাগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ রবিবার ঘোষণা করে, তারা দোহা ও দুবাই রুটের ফ্লাইট স্থগিত করেছে।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়