ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

সরাসরি: ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: নরওয়ের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৩ জুন ২০২৫   আপডেট: ২১:০৮, ২৩ জুন ২০২৫
ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: নরওয়ের প্রধানমন্ত্রী

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোর।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্তোর বলেছেন, ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কার্যত অচল হয়ে পড়েছে।

তিনি নরওয়ের সংবাদ সংস্থা এনটিবিকে বলেছেন, “এই হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি দুঃখজনক যে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান এবং একটি নতুন পারমাণবিক চুক্তি অর্জনের প্রচেষ্টা অগ্রসর হয়নি।”

তিনি এ–ও বলেন, এই হামলাকে আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র কতটা যৌক্তিকভাবে তুলে ধরতে পারে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আরো পড়ুন:

“আন্তর্জাতিক আইন আত্মরক্ষার অধিকার দেয় কিন্তু এই ঘটনাটি যুক্তরাষ্ট্রের জন্য আত্মরক্ষার শ্রেণিভুক্ত হয় কি না, তা বিতর্কযোগ্য। সর্বশেষ এই হামলা দীর্ঘমেয়াদে একটি টেকসই চুক্তির প্রয়োজনীয়তাকে বাতিল করে না।”

ইসরায়েলের সঙ্গে সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা কোনোভাবে জাতিসংঘ সনদ সমর্থন করে না। নরওয়ের প্রধানমন্ত্রীর মুখেও বিষয়টির প্রতিধ্বনি শোনা গেল। 

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়