ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

এত বেশি ক্ষয়ক্ষতি আগে কখনো দেখেনি: ইসরায়েলের কর-পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২৩ জুন ২০২৫   আপডেট: ২৩:৫৯, ২৩ জুন ২০২৫
এত বেশি ক্ষয়ক্ষতি আগে কখনো দেখেনি: ইসরায়েলের কর-পরিচালক

ইরান সোমবার ইসরায়েলে অন্তত চার দফায় ক্ষেপণাস্ত্র হামলা করেছ, তবে সংখ্যায় খুব বেশি নয়; প্রতি ধাপে হয়তো সর্বোচ্চ ১০টি করে ক্ষেপণাস্ত্র  ছোড়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরে এই ক্ষেপণাস্ত্র হামলা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে ইরান। প্রতিবার হামলায় কম সংখ্যক ক্ষেপণাস্ত্র রাখা হচ্ছে; তবে আঘাতে ব্যাঘাত ঘটানো হচ্ছে বেশি। ইরানের কৌশলে দেখা যাচ্ছে, একসঙ্গ ঝাঁকে ঝাঁকে নয়; তারা এখন বিভিন্ন সময়ে অল্প অল্প করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

সোমবার ইসরায়েলের বিভিন্ন অংশে ৪০ মিনিট পর্যন্ত সাইরেন বাজতে থাকে। একটি ক্ষেপণাস্ত্র আশদোদ বন্দর এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দে আঘাত করে, যার ফলে ৮ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

এতে আর্থিক দিক থেকেও ইসরায়েলের বড় ক্ষতি হচ্ছে। দেশটির কর কর্তৃপক্ষের পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত ৪০ হাজারটির বেশি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে, যার মোট পরিমাণ ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তিনি জানিয়েছেন, এছাড়া ৩০টি ভবন সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।

ইসরায়েলের কর বিভাগের এই পরিচালক বলেছেন, “আমরা এর আগে এত বেশি ক্ষতি কখনো দেখিনি।”

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়