ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

ইরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৪৫, ২৩ জুন ২০২৫   আপডেট: ২৩:৫৮, ২৩ জুন ২০২৫
ইরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলের হামলা

ইসরায়েল তেহরানের কুখ্যাত এভিন কারাগারে হামলা চালিয়েছে এবং কারাগারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অনেক রাজনৈতিক বন্দি রয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

বিচার বিভাগের সংবাদ সংস্থা ‘মিজান’ জানিয়েছে, হামলার পর পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা গেছে উদ্ধারকর্মীরা একজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে বহন করছেন এবং ভাঙা ভবনের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের খুঁজছেন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তারা তেহরানের বিভিন্ন স্থানে ‘শাসনব্যবস্থার লক্ষ্যস্থল এবং সরকারিভাবে দমনকারী সংস্থাগুলোকে’ আঘাত করেছে, যার মধ্যে এভিন কারাগারও রয়েছে।

আরো পড়ুন:

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, কারাগারে হামলা ‘অগ্রহণযোগ্য’। কারণ সেখানে আটক থাকা তাদের দুই নাগরিকের জীবন বিপন্ন হয়েছে।

সোমবার (২৩ জুন) কয়েক দফায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে রয়েছে ফোরদো পারমাণবিক স্থাপনার প্রবেশপথ। এ ছাড়া তেহরানের কয়েকটি স্থানেও তারা হামলা করেছে। 

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়