সরাসরি: এখনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।
তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
তেহরানের স্থানীয় সময় ভোর রাত সোয়া চারটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধে কোনো চুক্তি হয়নি। তারপরও ইসরায়ের যদি তেহরানের স্থানীয় সময় ভোর রাত ৪টার মধ্যে অবৈধ হামলা বন্ধ না করে তাহলে আমরাও হামলা অব্যাহত রাখব।”
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকা/ফিরোজ