সরাসরি: ইসরায়েল-ইরান প্রায় একই সাথে এসে বলেছিল, শান্তি চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইসরায়েল ও ইরান প্রায় একসঙ্গে এসে শান্তির আবেদন জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে তা মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য ব্যাপক উপকার বয়ে আনবে বলেও উল্লেখ করেন। খবর আলজাজিরার।
ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ইসরায়েল এবং ইরান প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং বলেছিল, শান্তি"; এই মুহূর্তে “আমি জানতাম এখন সময়”।
তিনি বলেন, “বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী। উভয় জাতিই তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা, শান্তি এবং সমৃদ্ধি দেখতে পাবে।”
তিনি আরো লেখেন, “তারা অর্জনের অনেক সুযোগ পাবে, তবে ভুল পথে গেলে অনেক কিছু হারাতে হবে। ইসরায়েল ও ইরানের ভবিষ্যত সীমাহীন সম্ভাবনায় পূর্ণ। সৃষ্টিকর্তা উভয়েরই মঙ্গল করুক।”
তবে ইরান বা ইসরায়েল কেউই প্রকাশ্যে যুদ্ধবিরতি মেনে নেয়নি, যদিও ইরান ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলে তারাও ইসরায়েলে হামলা বন্ধ করবে। আর ইসরায়েল দাবি করেছে, ইরানের দিক থেকে নতুন ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে।
ঢাকা/ইভা