ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৬:০০, ২০ জুলাই ২০২৫
দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে ১৪ জনের প্রাণহানি

দক্ষিণ কোরিয়ায় কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

রবিবার (২০ জুলাই) দক্ষিণ কোরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে।

আরো পড়ুন:

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির কারণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। ৪১ হাজারের বেশি পরিবার সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বৃষ্টি কিছুটা কমলেও রাজধানী সিউল এবং উত্তরের অঞ্চলে আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশটিতে অসংখ্য সড়ক, ভবন এবং কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। প্রবল বন্যার তোড়ে বহু অবকাঠামো ধসে পড়েছে এবং গবাদি পশুর ব্যাপক মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদে জানানো হয়েছে।

দক্ষিণাঞ্চলের সানচেওং কাউন্টিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ছয়জন নিহত এবং সাতজন নিখোঁজ রয়েছেন। 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন। রবিবার সরকার বিশেষ উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু করেছে যাতে সংশ্লিষ্ট সব সংস্থা অংশগ্রহণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইউন হো-জং স্থানীয় কর্তৃপক্ষকে দ্রুত ‘সমস্ত উপলব্ধ সম্পদ’ কাজে লাগাতে বলেছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়