ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজাকে নিশ্চিহ্ন করার কোনো ন্যায্যতা থাকতে পারে না: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ২৮ জুলাই ২০২৫   আপডেট: ২৩:৩৩, ২৮ জুলাই ২০২৫
গাজাকে নিশ্চিহ্ন করার কোনো ন্যায্যতা থাকতে পারে না: গুতেরেস

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের একটি সম্মেলনে ভাষণ দেন মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিন এখন একটি চরম সংকটময় পর্যায়ে পৌঁছে গেছে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখন আগের যেকোনো সময়ের চেয়ে আরো দূরে সরে গেছে।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের একটি সম্মেলনের উদ্বোধনী ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

গুতেরেস বলেছেন, “আজ আমরা এখানে এসেছি চোখ খোলা রেখেই, আমাদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ রয়েছে তা পুরোপুরি বুঝেই।”

“আমরা জানি, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে, যা বারবার আশাকে ব্যর্থ করেছে, কূটনীতিকে ব্যর্থ করেছে, অগণিত প্রস্তাবকে উপেক্ষা করেছে এবং বাস্তবে আন্তর্জাতিক আইনকেও চ্যালেঞ্জ করেছে,” বলেন তিনি।

তবে তিনি বলেন, “এই সংঘাতের স্থায়ীত্ব অনিবার্য নয়। এর সমাধান সম্ভব।” তিনি আরো বলেন, “গাজার ওপর চলমান যুদ্ধ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে আরো জরুরি করে তুলেছে।”

“বিশ্বের চোখের সামনে গাজাকে যেভাবে নিশ্চিহ্ন করা হয়েছে, তার কোনো ন্যায্যতা থাকতে পারে না,” বলেন গুতেরেস।

তিনি বলেন, “এই ভয়াবহ বাস্তবতার কারণেই আমাদের আরো বেশি কিছু করতে হবে, যেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়িত হয়। আজকের এই সম্মেলন একটি বিরল এবং অপরিহার্য সুযোগ।”

দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো বিকল্প নেই: ফ্রান্স

ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিয়ে জাতিসংঘের একই সম্মেলনের উদ্বোধনী ভাষণে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে শুধু দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে; যেখানে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে বাস করতে পারে। এর কোনো বিকল্প নেই।”

ইসরায়েল অসংখ্যবার বলেছে, তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে কোনো অগ্রসরতা মানবে না।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়