পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতি না হলে রাশিয়া এবং দেশটির সঙ্গে ব্যবসায়িক সর্ম্পক রাখা দেশের ওপর উচ্চ হারের শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর সিবিএস নিউজের।
সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি স্থাপনের জন্য তার পূর্বঘোষিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনবেন।
মঙ্গলবার (২৯ জুলাই) ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে আসার সময় এয়ার ফোর্স ওয়ানে সংশোধিত সময়সীমা সম্পর্কে সাংবাদিকদের বলেন, “ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে ১০ দিনের সময় আছে।”
ট্রাম্প আরো বলেন, “তারপর আমরা রাশিয়ার বিরুদ্ধে শুল্ক আরোপ করবো। তবে আমি জানি না এটি রাশিয়ার ওপর প্রভাব ফেলবে কিনা, কারণ পুতিন স্পষ্টতই যুদ্ধ চালিয়ে যেতে চান।”
ট্রাম্প যোগ করেন, “তবে আমরা শুল্ক আরোপসহ আরো কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি। এটি তাদের (রাশিয়ার) ওপর প্রভাব ফেলতে পারে বা নাও পারে, তবে এটি করতে হবে।”
একটি স্থায়ী শান্তি চুক্তির আলোচনার জন্য যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। জুলাইয়ের শুরুতে ট্রাম্প বলেছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত সেকেন্ডারি শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র।
কিন্তু এরপরও রাশিয়ার পক্ষ থেকে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় হতাশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি প্রশ্ন তু্লেছেন, রুশ নেতা সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান কিনা।। ট্রাম্পের মতে, তিনি ভেবেছিলেন রুশ নেতার সঙ্গে তার ভালো একটি ফোনালাপ হয়েছে, কিন্তু পরেরদিনই জানতে পারেন যে রাশিয়া আরো ইউক্রেনীয়কে হত্যা করছে।
এ ধরনের ঘটনা একাধিকবার ঘটায় জুলাইয়ের শুরুতে পুতিনের প্রতি বিরক্তি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, “রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ শেষে আমি সবসময়ই মনে করি আমাদের সুন্দর কথোপকথোন হয়েছে। কিন্তু তারপরই কিয়েভ বা অন্য কোনো শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আর আমি বলি, এটি অদ্ভুত। তিন বা চারবার এটি হওয়ায় নতুন করে আলোচনার অর্থ হয় না।"
সোমবার ট্রাম্প জানান, ইউক্রেনে মস্কোর অব্যাহত বোমা হামলার কারণে তিনি পুতিনের প্রতি ‘খুবই হতাশ’। এসময় তিনি রাশিয়াকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে ১০ বা ১২ দিনে আনার কথা জানান। মঙ্গলবার ১০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিলেন তিনি।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আর অপেক্ষা করার কোনো কারণ নেই। আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।”
এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়াকে দেওয়া সময়সীমা কমিয়ে আনায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এটি সঠিক সময়ে এসেছে।” তিনি যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রেসিডেন্টের স্পষ্ট অবস্থান ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন।
ঢাকা/ফিরোজ