ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। শনিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ একটি পোস্টে জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।
পোস্টে জেলেনস্কি বলেন, “আমি সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।”
তিনি আরো বলেন, “আমরা ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ত্রিপক্ষীয় বৈঠকের জন্য ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করি। নেতাদের স্তরে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। সেজন্য ত্রিপক্ষীয় বৈঠকই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।”
সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয়েছে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকের পর। শুক্রবার অনুষ্ঠিত ওই বহুল প্রত্যাশিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না হলেও ট্রাম্প জানান, আলোচনায় অগ্রগতি হয়েছে। তার দাবি, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সেটির মাধ্যমে চুক্তি করা সম্ভব। সম্ভাব্য চুক্তি এখন জেলেনস্কির ওপর নির্ভর করছে।
এদিকে. জেলেনস্কি পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইউরোপীয় নেতাদের উপস্থিতি দাবি করেছেন।
বিশ্লেষকদের মতে, ইউক্রেনের জোর দিয়ে ইউরোপীয় নেতাদের উপস্থিতির প্রসঙ্গ তোলার পেছনে একটি কৌশল আছে। দেশটির নীতিনির্ধারকেরা মনে করেন, ইউরোপীয় দেশগুলোকে অন্তর্ভুক্ত রাখলে রাশিয়ার সঙ্গে আলোচনায় ট্রাম্পের ওপর বাড়তি চাপ থাকবে এবং নিরাপত্তা নিশ্চয়তাও আরো শক্তিশালী হবে।
ঢাকা/ফিরোজ