ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত ১ হাজার শিশু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২০, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত ১ হাজার শিশু

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাতে চলতি সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজে এক হাজারেরও বেশি শিশু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। এই ঘটনা দেশটির প্রেসিডেন্টের শত শত কোটি ডলারের বিনামূল্যে খাবার কর্মসূচির জন্য আরেকটি ধাক্কা। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদি বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন, তার প্রদেশের চারটি এলাকায় খাবারে বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। 

পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে গত সপ্তাহে স্কুলের মধ্যাহ্নভোজ খেয়ে ৮০০ শিক্ষার্থীর বিষক্রিয়া আক্রান্ত হয়েছিল। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর স্বাক্ষরিত বিনামূল্যে পুষ্টিকর খাবার কর্মসূচির অধীনে এই খাবারগুলো সরবরাহ করা হয়েছিল।

এই উচ্চাভিলাষী প্রকল্পের লক্ষ্য বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়ার ২৮ কোটি মানুষের মধ্যে ৮ কোটি ৩০ লাখকে খাওয়ানো। এই কর্মসূচির ১৭১ ট্রিলিয়ন রুপিয়া (১০.২২ বিলিয়ন ডলার) বাজেট আগামী বছর দ্বিগুণ হবে। খাদ্যে বিষক্রিয়ার ঘটনার পরে এই প্রকল্পের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। 

গভর্নর মুলিয়াদি জানিয়েছেন, সোমবার পশ্চিম বান্দুংয়ে বিনামূল্যের মধ্যাহ্নভোজ খাওয়ার পর ৪৭০ জনেরও বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বুধবার একই এলাকায় এবং সুকাবুমি অঞ্চলের আরো তিনটি স্কুলে কমপক্ষে ৫৮০ জন শিশু আক্রান্ত হয়।

মুলিয়াদি বলেন,“আমাদের অবশ্যই প্রকল্পটি পরিচালনাকারীদের মূল্যায়ন করতে হবে... এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার খাওয়ার পর শিক্ষার্থীদের মানসিক আঘাত কীভাবে মোকাবেলা করা যায়।”

সর্বশেষ ঘটনা সম্পর্কে মন্তব্যের অনুরোধের জবাবে প্রেসিডেন্ট প্রাবোওয়ের অফিস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। বিনামূল্যে খাবার কর্মসূচির তত্ত্বাবধানকারী জাতীয় পুষ্টি সংস্থার প্রধান দাদান হিন্দায়ানা জানিয়েছেন, বিষক্রিয়ার ঘটনার পর রান্নাঘরগুলোর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়