ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাকে মোদির বোন আখ্যা দিলেন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫
শেখ হাসিনাকে মোদির বোন আখ্যা দিলেন ওয়াইসি

ভারতের বিহার রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে সেখাসে রাজনৈতিক উত্তেজনা ততো তীব্র হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ বেড়েই চলছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পর বিজেপি এই অভিযোগ তুলছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)  প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওয়াইসি বলেছেন, “মোদি বলেন যে বিহারে বাংলাদেশি আছে। বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই মোদিজি। কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে আপনার একজন বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।” 

গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি দিল্লিতেই মোদি সরকারের আশ্রয়ে বসবাস করছেন।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বাংলাভাষী মানুষদের লক্ষ্য করে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হয়রানি করছে ক্ষমতাসীন বিজেপি সরকার। ভারতের বিভিন্ন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বাংলাদেশে পুশ-ইন করা হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়