ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
ওষুধের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প একইসঙ্গে আমদানি করা ভারী ট্রাক ও আসবাবপত্রের উপর শুল্ক আরোপ করেছেন। তার দাবি, সর্বশেষ এই পদক্ষেপটি মার্কিন উৎপাদন শিল্প এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য।

বাণিজ্যিক অংশীদারদের উপর ৫০ শতাংশ পর্যন্ত ব্যাপক শুল্ক আরোপের পরে ট্রাম্প এই পদক্ষেপ নিলেন।

বৃহস্পতিবার ট্রাম্প সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, “২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যে কোনো সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। তবে যদি কোনো সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে, তা হলে আলাদা কথা।” 

ট্রাম্প আমদানি করা আসবাবপত্রের ওপর ৫০ শতাংশ, গৃহসজ্জা সামগ্রীর ওপর ৩০ শতাংশ এবং ভারী ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

শুল্ক আরোপের যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেছেন, “এর কারণ হল অন্যান্য দেশগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলোর বন্যা বয়ে যাচ্ছে।”

ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অফ আমেরিকা বলেছে, ওষুধ কোম্পানিগুলো “মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঘোষণা করে চলেছে। শুল্ক সেই পরিকল্পনাগুলোকে ঝুঁকির মধ্যে ফেলেছে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়