ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনুপ্রবেশের অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২৫
অনুপ্রবেশের অভিযোগে দিল্লিতে গ্রেপ্তার ২৫ বাংলাদেশি

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার ২৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের দাবি করেছে দিল্লি পুলিশ। এদের মধ্যে ১০ জন নারী এবং পাঁচ শিশু রয়েছে। 

পুলিশ জানিয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারীরা গত আট বছর ধরে কোনো ভিসা বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে বসবাস করছিলেন।

বৃহস্পতিবার দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঐশ্বর্য শর্মা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান শেখ (৩৫) এবং আব্দুল শেখ (৩৭) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা উভয়েই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের বেশ কয়েকজন আত্মীয় এবং সহযোগী কানপুর দেহাত এলাকায় বসবাস করছেন। সেই তথ্যের ভিত্তিতে, একটি পুলিশ দল দেহাত এলাকায় অভিযান চালিয়ে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা ময়লা-আবর্জনা সংগ্রহকারী (র‍্যাগ পিকার্স), কৃষি শ্রমিক অথবা নৈমিত্তিক পেশায় যুক্ত ছিল।

পুলিশ জানিয়েছে, খুব দ্রুত গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে তার আগে  আইনি আনুষ্ঠানিকতার জন্য গ্রেপ্তারকৃতদের দিল্লির সরাই কালে খান এলাকায় এমসিডির অস্থায়ী আটক কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
 

সুচরিতা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়