ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫
মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার

গাজা যুদ্ধ বন্ধে হামাসের সঙ্গে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরেছে কাতার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে হামলার জন্য ক্ষমা প্রার্থনার পর মঙ্গলবার এ ঘোষণা দিলো দোহা।

মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে তারা প্রস্তুত।

সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ত্রিপক্ষীয় ফোনালাপে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে বলেছেন যে ৯ সেপ্টেম্বরের হামলায় একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য তিনি দুঃখিত। ইসরায়েল ভবিষ্যতে আর এই ধরনের হামলা চালাবে না বলে নিশ্চিত করেছেন নেতানিয়াহু।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহু ‘কাতারের সার্বভৌমত্বের উপর হামলার জন্য ক্ষমা চেয়েছেন।’ তাই শেখ মোহাম্মদ ‘মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত কাঠামোর মধ্যে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য দেশটির প্রস্তুতি’র ওপর জোর দিয়েছেন।

কাতার ২০১২ সাল থেকে হামাসের রাজনৈতিক ব্যুরোকে আতিথ্য দিয়ে আসছে এবং গাজায় ২৩ মাস ধরে চলা যুদ্ধের সময় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশরের সাথে কাজ করেছে। কাতার মধ্যাপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং সেখানে একটি আমেরিকান বিমানঘাঁটিও রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়