চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগে হঠাৎ নতুন প্রধান
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি অপ্রত্যাশিতভাবে বিদেশী রাজনৈতিক দলগুলির সাথে সম্পর্ক পরিচালনাকারী দলের আন্তর্জাতিক বিভাগের নতুন প্রধান নিয়োগ দিয়েছে। মঙ্গলবার ৬২ বছরের লিউ হাইক্সিংকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
লিউ হাইক্সিং এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিভাগের পরিচালক ছিলেন। তিনি জাতীয় নিরাপত্তা তত্ত্বাবধানকারী দলের শক্তিশালী কমিশনের সিনিয়র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮০-এর দশকে প্যারিসে পড়াশোনা করেছিলেন। লিউ হাইক্সিং ৬১ বছরের লিউ জিয়ানচাও -এর স্থলাভিষিক্ত হয়েছেন।
গত দুই মাস ধরে জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকা লিউ জিয়ানচাও কোথায় আছেন তা স্পষ্ট নয়।
সূত্রগুলো এর আগে রয়টার্সকে জানিয়েছিল, ৩০ জুলাই শেষ হওয়া সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা এবং আলজেরিয়ার ভ্রমণ থেকে ফিরে আসার পর লিউ জিয়ানচাওকে আটক করা হয়েছিল।
লিউ জিয়ানচাও সম্পর্কে তথ্যের জন্য রয়টার্সের অনুরোধের সাথে সাথেই সাড়া দেয়নি দলের আন্তর্জাতিক বিভাগ।
ঢাকা/শাহেদ