ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

গাজা পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনায় একমত হয়েছেন। এই পরিকল্পনা অনুযায়ী, গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। এছাড়া হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র হতে হবে।

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানিয়েছেন, হামাসের কাছে তার গাজা পরিকল্পনার প্রতি সাড়া দেওয়ার জন্য ‘তিন বা চার দিন’ সময় আছে, নতুবা তাদের পরিণতি ভোগ করতে হবে।

মঙ্গলবার হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইসরায়েলি ও আরব নেতারা প্রস্তাবটি গ্রহণ করেছেন এবং ‘আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করছি।’

তিনি জানান, হামাস হয় তা করবে, অথবা করবে না, এবং যদি তা না হয়, তবে এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিণতি হবে।

আলোচনার সুযোগ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, “খুব বেশি কিছু নয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়