ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০২৫  
ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের মধ্য উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় ভূকম্পন অফিস সম্ভাব্য ‘সমুদ্রপৃষ্ঠের সামান্য কম্পনের’ সম্পর্কে সতর্ক করেছে এবং লেইট, সেবু ও বিলিরান দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ‘সৈকত থেকে দূরে থাকতে এবং উপকূলে না যাওয়ার’ আহ্বান জানিয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ক্যালাপের প্রায় ১১ কিলোমিটার (সাত মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে, বোহোল প্রদেশের একটি পৌরসভা। এখানে প্রায় ৩৩ হাজার লোক বাস করে।

ইউএসজিএস প্রথমে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল ৭।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, “এই ভূমিকম্প থেকে সুনামির কোনো হুমকি নেই এবং কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই।”

ফিলিপাইনে ভূমিকম্প প্রায় প্রতিদিনই ঘটে। কারণ দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়