ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫৯, ১ অক্টোবর ২০২৫
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এতে শতাধিক মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুসারে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ওই ভূমিকম্পের পর অব্যাহত আফটারশকের ঘটনা উদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে। স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত ৬ শতাধিক আফটারশক রেকর্ড করা হয়েছে।

সেবু প্রদেশের সিভিল ডিফেন্স অফিসের তথ্য জেন আবাপো জানান, এখন পর্যন্ত ৬৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আমরা বহু হতাহতের খবর পাচ্ছি। আরেকজন কর্মকর্তা জানান, ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

বোগো এবং সেবু ছাড়াও একাধিক শহর ও পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পের ফলে এসব শহরের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর সেবু প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সেখানকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রাখা হয়েছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র বেঁচে যাওয়াদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়ে বলেছেন, মন্ত্রিপরিষদ সচিবরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যার ফলে দেশটিতে প্রায়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প ঘটে থাকে। জানুয়ারিতে ফিলিপাইনে দুটি বড় ভূমিকম্প হয়েছিল, যার মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২০২৩ সালে, ৬ দশমিক ৭ মাত্রার একটি উপকূলীয় ভূমিকম্পে আটজন নিহত হয়েছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়