ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেন্নাইয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টে  দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩৪, ১ অক্টোবর ২০২৫
চেন্নাইয়ে থার্মাল পাওয়ার প্ল্যান্টে  দুর্ঘটনায় ৯ শ্রমিক নিহত

ভারতের চেন্নাই এন্নোরের উত্তর  থার্মাল পাওয়ার স্টেশনে প্রায় ৩০ ফুট উঁচু থেকে ধসে পড়ল নির্মীয়মাণ একটি আর্চ (ধাতব কাঠামো)। তাতেই চাপা পড়লেন একাধিক শ্রমিক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে ৯ শ্রমিক। আহত কমপক্ষে ১০ জন।

আভাদি পুলিশ কমিশনারেট জানিয়েছে, কী কারণে হঠাৎ ওই আর্চ ভেঙে পড়ল, তা এখনও পরিষ্কার নয়। চলছে উদ্ধারকাজ। সমান্তরালভাবে তদন্তও শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি অনুদানের ঘোষণা করেছেন। 

এক্স-এ প্রধানমন্ত্রীর দপ্তরের বার্তা, “চেন্নাইয়ের দুর্ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়