ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১ অক্টোবর ২০২৫  
আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু

আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু হতে যাচ্ছে। বুধবার স্থানীয় বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, প্রদেশগুলোতে যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট মনিটর নেটব্লকস জানিয়েছে যে লাইভ নেটওয়ার্ক ডেটা সংযোগের ‘আংশিক পুনরুদ্ধার’ দেখাচ্ছে।

আফগানিস্তানে সোমবার দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তালেবান সরকার দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেয়নি। তবে গত মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করে। এর কারণ হিসেবে কর্মকর্তারা নৈতিকতার উদ্বেগের কথা উল্লেখ করেন।

৪৮ ঘন্টার ইন্টারনেট ব্ল্যাকআউট দেশটির ব্যবসা এবং বিমান চলাচল ব্যাহত করেছে, জরুরি পরিষেবাগুলোর প্রাপ্যতা সীমিত করেছে।

সোমবার ইন্টারনেট বন্ধের পর জাতিসংঘ জানিয়েছিল, এটি আফগানিস্তানকে বহির্বিশ্ব থেকে প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে।  এটি ‘আফগান জনগণের উপর উল্লেখযোগ্য ক্ষতির ঝুঁকি নিয়েছে, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতার হুমকি এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটগুলোর মধ্যে একটিকে আরও খারাপ করে তোলা।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়