ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:৩২, ৫ অক্টোবর ২০২৫
সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত ইসরায়েল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনায় বর্ণিত সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রাথমিকভাবে সম্মত হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন এখন হামাসের কাছ থেকে নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছে।

তিনি জানিয়েছেন, হামাস যদি সম্মত হয়, তাহলে যুদ্ধবিরতি ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে এবং জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে।

ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “আলোচনার পর, ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার লাইনে সম্মত হয়েছে, যা আমরা হামাসকে দেখিয়েছি এবং তাদের সাথে শেয়ার করে নিয়েছি। হামাস যখন নিশ্চিত করবে, তখন যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে, জিম্মি ও বন্দি বিনিময় শুরু হবে এবং আমরা পরবর্তী পর্যায়ের প্রত্যাহারের জন্য পরিস্থিতি তৈরি করব, যা আমাদের এই তিন হাজার বছরের বিপর্যয় সমাপ্তির দিকে নিয়ে যাবে।”

গাজা যুদ্ধ বন্ধে গত সপ্তাহে হামাসের কাছে নিজের পরিকল্পনা পাঠিয়েছিলেন ট্রাম্প। শুক্রবার রাতে হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় বসতে রাজি এবং ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী সব জিম্মি মুক্তির আলোচনায় যেতে প্রস্তুত। তবে গাজার শাসনভার তারা একটি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আরব ও ইসলামি সমর্থনে গঠিত স্বতন্ত্র (টেকনোক্র্যাট) ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে প্রস্তুত।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়