ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপের তাগিদ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:০২, ৬ অক্টোবর ২০২৫
গাজা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপের তাগিদ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গাজা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ অক্টোবর) মিশরে হতে যাচ্ছে হামাস-ইসরাইল শান্তিচুক্তি আলোচনা। এমন পরিস্থিতি ট্রাম্প এ আহ্বান জানান। খবর বিবিসির।

এরমধ্যে কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া। ইসরাইলি প্রতিনিধিদল ছাড়াও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জ্যারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এ আলোচনায়।

হামাস যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কয়েকটিতে অংশে সম্মতি জানালেও নিরস্ত্রীকরণ ও ভবিষ্যতে গাজার প্রশাসনে ভূমিকা না রাখার মতো মূল দাবিগুলোর উল্লেখ করেনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, “আলোচনাগুলো খুব সফল হয়েছে। আমাকে জানানো হয়েছে যে প্রথম ধাপ এই সপ্তাহের মধ্যেই শেষ হবে, তাই সবাইকে দ্রুত এগিয়ে যাওয়ার অনুরোধ করছি।” 

তিনি আরো বলেন, “সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ—নয়তো ব্যাপক রক্তপাত ঘটবে।”

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “খুব শিগগিরই বন্দি মুক্তি শুরু হবে।

পরিকল্পনায় নমনীয়তার বিষয়ে তিনি বলেন, “আমাদের কোনো নমনীয়তা দরকার নেই, কারণ প্রায় সবাই মূলত একমত হয়েছে। তবে কিছু পরিবর্তন অবশ্যই আসবে।”

তিনি আরো দাবি করেন, “এটা ইসরায়েল, আরব বিশ্ব, মুসলিম বিশ্ব এবং পুরো বিশ্বের জন্য দারুণ একটি চুক্তি।”

ট্রাম্পর ২০ দফা প্রস্তাবে হামাস আংশিক সম্মতি জানানোর পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধ করতে বললেও গাজায় হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান বলেন, “গাজার কিছু জায়গায় বোমাবর্ষণ বন্ধ হয়েছে, তবে এখনো কোনো যুদ্ধবিরতি কার্যকর নয়।” তিনি জানান, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে আত্মরক্ষার প্রয়োজনে পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অভিযানে আরো ৬৫ জন নিহত হয়েছেন। ধ্বস হয়েছে অনেক ভবন। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “বন্দি মুক্তির প্রক্রিয়া সহজ করতে বোমাবর্ষণ বন্ধ করা জরুরি।”

২০ দফা পরিকল্পনায় যুদ্ধবিরতি এবং ৪৮ জন বন্দি মুক্তির প্রস্তাব রয়েছে—যাদের মধ্যে মাত্র ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়