ভারতে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে আগুন, নিহত ৮
ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে সরকারি সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আটজন আইসিইউ রোগীর মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতে রাতে হাসপাতালটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ট্রমা সেন্টারের ইনচার্জ ডা: অনুরাগ ধাকাড জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে নিউরো আইসিইউ ওয়ার্ডের স্টোর রুমে আগুন লাগে। এসময় আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের ফলে হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ধোঁয়া দ্রুত পুরো মেঝেতে ছড়িয়ে পড়ে এবং রোগী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে বিভিন্ন নথি, আইসিইউ সরঞ্জাম, রক্তের নমুনা টিউব এবং স্টোর রুমে সংরক্ষিত অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে।
হাসপাতালের কর্মী ও রোগীর পরিচারকরা রোগীদের সরিয়ে নিয়ে যান, এমনকি তাদের বিছানাসহ ভবনের বাইরে নিয়ে যান। আগুন লাগার খবর পাওয়ার পরপরই দমকলকর্মীরা পৌঁছে প্রায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে উপস্থিত ওয়ার্ড বয় বিকাশ বার্তা সংস্থা পিটিআইকে জানান, আগুন আরো ভয়াবহ হওয়ার আগেই তিনি ও অন্যান্য কর্মীরা যতটা সম্ভব মানুষকে উদ্ধার করেছেন।
বিকাশ বলেন, “আমরা যখন আগুন লাগার কথা শুনতে পাই, তখনই আমরা অপারেশন থিয়েটারের ভেতরে ছিলাম, তাই আমরা তাৎক্ষণিকভাবে সেন্টারের ভেতরে থাকা লোকজনকে উদ্ধার করতে ছুটে যাই। আমরা কমপক্ষে তিন থেকে চারজন রোগীকে বাঁচাতে সক্ষম হই। তবে, আগুন তীব্র হয়ে ওঠার সাথে সাথে আমরা আর ভবনের ভেতরে যেতে পারিনি। যতটা সম্ভব উদ্ধার করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।”
তিনি আরো বলেন, “পুলিশ পরে এসেছিল, কিন্তু প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা তাৎক্ষণিকভাবে ভবনে প্রবেশ করতে পারেনি।”
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, সংসদ বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জওহর সিং বেধাম পরিস্থিতি পর্যালোচনা করতে ট্রমা সেন্টার পরিদর্শন করেছেন।
প্যাটেল এবং বেধাম প্রথমে পৌঁছালে দুই রোগীর পরিচারক তাদের ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন, আগুন লাগার সময় পালিয়ে যান হাসপাতালের কর্মীরা। তারা আরো অভিযোগ করেন, হাসপাতালের কর্মীরা তাদের রোগীদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। পরে মুখ্যমন্ত্রীও ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
ঢাকা/ফিরোজ