ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ‘স্বাস্থ্য পরিস্থিতি অসাধারণ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:০৫, ১১ অক্টোবর ২০২৫
ট্রাম্পের ‘স্বাস্থ্য পরিস্থিতি অসাধারণ’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসক জানিয়েছেন, প্রেসিডেন্টের ‘স্বাস্থ্য পরিস্থিতি অসাধারণ’ দেখা গেছে। তার ‘হৃৎপিণ্ডের বয়স’ ‘কালানুক্রমিক বয়স’ থেকে ১৪ বছর কম। শুক্রবার হোয়াইট হাউস প্রকাশিত একটি মেমোতে এ তথ্য জানানো হয়েছে।

৭৯ বছর বয়সী ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউস পুনর্নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় বয়স্ক ব্যক্তি যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ব্যস্ত সময়সূচি কাটাচ্ছেন এবং লাল মাংসের প্রতি তার অনুরাগ বজায় রেখেছেন। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর রবিবার তিনি মধ্যপ্রাচ্যে ভ্রমণের পরিকল্পনা করছেন।

ট্রাম্পের চিকিৎসক শন বারবাবেলা হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের কাছে পাঠানো স্মারকলিপিতে বলেছেন, “ট্রাম্পের ব্যতিক্রমী স্বাস্থ্য রয়েছে, তিনি হৃদরোগ, ফুসফুস, স্নায়ুরোগের বিরুদ্ধে শক্তিশালী এবং শারীরিক কর্মক্ষমতা প্রদর্শন করছেন।”

আসন্ন আন্তর্জাতিক ভ্রমণের প্রস্তুতির জন্য ট্রাম্পের বার্ষিক ফ্লু এবং আপডেট করা কোভিড-১৯ বুস্টার টিকাসহ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা এবং টিকাকরণও করা হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, “ইসিজির মাধ্যমে হৃদরোগের প্রাণশক্তির একটি যাচাইকৃত পরিমাপ - তার হৃদযন্ত্রের বয়স - তার কালানুক্রমিক বয়সের চেয়ে প্রায় ১৪ বছর কম বলে প্রমাণিত হয়েছে।”

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার পর ২০২৪ সালের পুনর্নির্বাচনের দৌড় থেকে সরে এসেছিলেন। এক বছর পর ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়টি সবার নজরে এসেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প বাইডেনের সাথে তুলনা করে নিজেকে আরো তরুণ এবং সক্ষম হিসেবে চিত্রিত করেছিলেন।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়