ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালেবানের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৪৯, ১২ অক্টোবর ২০২৫
তালেবানের হামলায় ৫৮ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার তালেবান সরকার নিশ্চিত করেছে যে, তারা উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছে। তালেবানের হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়েছে।

একজন তালেবান মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তাদের ‘প্রতিশোধমূলক পদক্ষেপে’ ৫৮ জন পাকিস্তানি সামরিক কর্মী নিহত হয়েছেন পাকিস্তান বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করেছে এবং তাদের সীমান্তের ভিতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, আফগান আক্রমণগুলো ‘বিনা উস্কানিতে’ করা হয়েছিল এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছিল। পাকিস্তান ‘প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর’ দিয়ে জবাব দেবে।

ইসলামাবাদ অভিযোগ করেছে যে কাবুল তার মাটিতে পাকিস্তানকে লক্ষ্য করে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। তবে এই দাবি তালেবান সরকার প্রত্যাখ্যান করেছে।

আফগান ও পাকিস্তান উভয় পক্ষই কুনার-কুরম অঞ্চলে ছোট অস্ত্র ও কামান ব্যবহার করেছে বলে জানা গেছে।

রবিবার এক সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার পাশাপাশি প্রায় ৩০ জন আহত হয়েছেন। নয়জন তালেবান যোদ্ধা মারা গেছেন এবং ১৬ থেকে ১৮ জন আহত হয়েছেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পাকিস্তানের জনগণ এবং তাদের নেতৃত্বের সাথে “আমাদের কোনো সমস্যা নেই। পাকিস্তানে কিছু গোষ্ঠী রয়েছে যারা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। আফগানিস্তানের অধিকার আছে তাদের ভূখণ্ড এবং সীমান্ত নিরাপদ রাখার, এবং তাই তারা লঙ্ঘনের প্রতিশোধ নিয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়