ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পকে চাপ দিতে যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:১৯, ১৬ অক্টোবর ২০২৫
ট্রাম্পকে চাপ দিতে যাচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে আরো সামরিক সহায়তার জন্য চাপ দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জেলেনস্কি এমন একটি সময়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন যখন কিয়েভ ও মস্কো জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক আক্রমণের মাধ্যমে যুদ্ধকে আরো তীব্র করে তুলছে এবং ন্যাটো একের পর এক বিমান আক্রমণের প্রতিক্রিয়া জানাতে হিমশিম খাচ্ছে।

আগস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের শীর্ষ সম্মেলন মার্কিন শান্তি প্রচেষ্টায় কোনো অগ্রগতি অর্জন করতে ব্যর্থ হয়। এরপর থেকে কিয়েভ রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ড্রোন দিয়ে হামলা করছে এবং রাশিয়ার হামলার ফলে ইউক্রেনজুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

পোল্যান্ড এবং এস্তোনিয়া গত মাসে রাশিয়া ড্রোন এবং জেট দিয়ে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করার পর ন্যাটোর পূর্বাঞ্চলও ঝুঁকিতে রয়েছে।

একজন সাবেক ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া এবং ইউক্রেন উভয়ই আলোচনার জন্য নতুন কোনো সুযোগের আগে চাপ বাড়ানোর চেষ্টা করছে। যুদ্ধের বর্তমান তীব্রতা দীর্ঘ সময়ের জন্য বজায় রাখার জন্য তাদের কাছে সম্পদের অভাব রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি বলেছেন, “আমি মনে করি এই দফা উত্তেজনার জন্য আরো দুই মাস যথেষ্ট।”

অন্যান্য বিষয়ের মধ্যে জেলেনস্কি যেসব বিষয়ে সিদ্ধান্তের জন্য ট্রাম্পের উপর চাপ দিতে পারেন তার মধ্যে থাকতে পারে মস্কো এবং অন্যান্য প্রধান রুশ শহরগুলোকে ইউক্রেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার আওতার মধ্যে রাখা।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, পুতিন আলোচনার টেবিলে আসতে ব্যর্থ হলে তিনি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করতে পারেন।

এদিকে, রাশিয়া আলাস্কা শীর্ষ সম্মেলনের পর থেকে হারিয়ে যাওয়া মার্কিন-রাশিয়ান সম্পর্কের গতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে, একই সাথে রাশিয়ার ক্ষতি করতে পারে এমন যেকোনো মার্কিন পদক্ষেপের কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়