ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৭ অক্টোবর ২০২৫  
হামাস সদস্যদের হত্যার হুমকি দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি বলেছেন, সতর্ক করে দিয়েছেন যে, হামাস যদি গাজায় সন্ত্রাসী গোষ্ঠী এবং কথিত ইসরায়েলি সহযোগীদের লক্ষ্য করে হামলা চালাতে থাকে তাহলে তিনি তাদের উপর হামলাকে সমর্থন করবেন, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন।

ট্রাম্প বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, “যদি হামাস গাজায় মানুষ হত্যা অব্যাহত রাখে, যা চুক্তিতে ছিল না, তাহলে আমাদের ভেতরে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!”

পরে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় ট্রাম্প সেই হুমকির ব্যাপারে স্পষ্ট করে জানিয়েছেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না।

ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, “এটা আমরা হব না। আমাদের করতে হবে না। খুব কাছের, খুব কাছের মানুষ আছে যারা প্রবেশ করবে এবং তারা খুব সহজেই কৌশলটি ব্যবহার করবে, কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতায়।” 

এই মন্তব্যের দুদিন আগেই ট্রাম্প জানিয়েছিলেন, গাজায় সন্ত্রাসী গ্যাংগুলো নির্মূল করে হামাস খুব ভালো কাজ করছে।

মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, “তারা খুব খারাপ, খুব খারাপ কয়েকটি গ্যাংকে নির্মূল করেছে। তারা তাদের নির্মূল করেছে এবং তারা বেশ কয়েকজন গ্যাং সদস্যকে হত্যা করেছে। এবং সত্যি বলতে, এটা আমাকে খুব একটা বিরক্ত করেনি। এটা ঠিক আছে।”

গাজায় এই সন্ত্রাসী গ্যাংগুলোর বিরুদ্ধে মানবিক সাহায্য লুটপাট এবং ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। ইসরায়েল এই গ্যাংগুলোকে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে বলে এর আগে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো অভিযোগ করেছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়