ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ০৮:৫০, ১৯ অক্টোবর ২০২৫
অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান ও আফগানিস্তান

দীর্ঘ বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতারে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর রবিবার সকালে এই যুদ্ধবিরতির খবর জানিয়েছে পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিআই।

প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদল শনিবার আফগান তালেবান কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য দোহায় যান। দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠকের লক্ষ্য ছিল সীমান্তে পারস্পরিক শত্রুতা বন্ধ করা এবং পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলা করা। 

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধী নিস্পত্তিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে তুরস্ক ও কাতার। ১৩ ঘন্টা আলোচনার পরে প্রতিবেশী দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে দোহায় সমঝোতা হয়েছে। তার মধ্যস্থতা করেছে কাতার ও তুরস্ক। সমঝোতার আলোচনার সময়ে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি এবং অঞ্চলে শান্তি স্থাপনের জন্য পদক্ষেপ নিতে রাজি হয়েছে। আগামী দিনে এই যুদ্ধবিরতিকে স্থায়ী করতে দুই পক্ষ আলোচনায় বসবে। দুই দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা যাতে নিশ্চিত হয়, তা দেখবে।” 

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তান পুনর্ব্যক্ত করেছে যে তারা উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। তবে, তারা আফগান তালেবান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাদের প্রতিশ্রুতি সম্মান করার এবং সন্ত্রাসী সত্তাগুলোর বিরুদ্ধে যাচাইযোগ্য ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলো সমাধান করার আহ্বান জানিয়েছে। 

এতে বলা হয়েছে, “পাকিস্তান কাতারের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে এবং আশা করে যে এই আলোচনাগুলি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখবে।”

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধপূর্ণ ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তানের বিমান বাহিনী। এর প্রতিক্রিয়ায় গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়। বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়