ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আটক ৩১ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৪৪, ২৭ অক্টোবর ২০২৫
আটক ৩১ বাংলাদেশিকে বিজিবির হাতে তুলে দিল বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় আটক বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে হস্তান্তর করল বিএসএফ। রবিবার (২৬ অক্টোবর) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গেদে-চুয়াডাঙ্গার দর্শনা বন্দর চেকপোস্ট দিয়ে ৩১ জন নারী-পুরুষ শিশুকে ফেরত দিল বিএসএফ।

বিজিবি ৬ নম্বর ব্যাটালিয়ন এবং বিএসএফ ৩২ নম্বর ব্যাটালিয়ন-এর যৌথ ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে বিভিন্ন সময় পুলিশ কর্তৃক আটককৃত ১৬ জন পুরুষ, ১০ জন নারী, ২ জন হিজড়া এবং ৩ জন শিশুসহ মোট ৩১ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়া হয়।

আরো পড়ুন:

হস্তান্তর বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মো. আবুল হাসান। বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর শিব শংকর সিং। 

বিএসএফ যাদের হস্তান্তর করেছে তাদের বাড়ি বাংলাদেশের ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, শেরপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, এসব ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে এদের নিজ নিজ পরিবারের কাছে পাঠানো হবে।

ফেরত যাওয়া ব্যক্তিরা জানায়, তারা কাজের সন্ধানে বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়েছিল। ভারতে মুম্বাই শহরে কাজ করে জীবন-জীবিকা চালাতো। সম্প্রতি ভারত জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরপাকড় অভিযানে পুলিশ তাদের আটক করে ডিটেনশন ক্যাম্পে পাঠায়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়