গিনেস বুকে সবচেয়ে পাতলা কনডম
রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম
এওএনআই নিয়ে সংবাদ সম্মেলনে গুয়ানঝু ড্যামিং ইউনাইটেড রাবার প্রডাক্টসের এক কর্মকর্তা
ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে পাতলা কনডম তৈরি করেছে একটি চীনা কোম্পানি। তাদের উৎপাদিত কনডমের পুরুত্ব শূন্য দশমিক শূন্য ৩৬ মিলিমিটার। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বৃহস্পতিবার এটি স্থান পেয়েছে।
শনিবার হিন্দুস্তান টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
গুয়ানঝু ড্যামিং ইউনাইটেড রাবার প্রডাক্টস নামের কোম্পানি এই পণ্য উৎপাদন করেছে। কনডমের নাম দেওয়া হয়েছে এওএনআই।
পাতলা কনডম তৈরির আগের রেকর্ড ছিল জাপানের ওকামোটো কোম্পানির। তাদের পণ্যের পুরুত্ব ছিল শূন্য দশমিক শূন্য ৩৮ মিলিমিটার।
গিনেস বুকের চীনবিষয়ক ব্যবস্থাপক চার্লস হোয়ার্টন জানিয়েছেন, কনডম তৈরির ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। যার মালিক এখন একটি চীনা কোম্পানি।
গুয়ানঝুর ওই কোম্পানির জেনারেল ম্যানেজার ভিক্টর চান জানিয়েছেন, প্রতিবছর তারা ২০০ কোটি কনডম উৎপাদন করেন, যা দেশীয় বাজারেই বেশি বিক্রি হয়। তা ছাড়া বিদেশেও তাদের এ পণ্য রপ্তানি হয়।
রাইজিংবিডি/ঢাকা/৯ নভেম্বর ২০১৪/রাসেল পারভেজ/এএ
রাইজিংবিডি.কম