ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবিশ্বাস্য! বয়স ১৭৯ বছর

সন্তোষ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ১৭ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবিশ্বাস্য! বয়স ১৭৯ বছর

১৭৯ বছর বয়সি মহাশতা মুরাসি : যিনি মরার আশা ছেড়ে দিয়েছেন!

ডেস্ক রিপোর্ট : তার নাতি-নাতনিরাও কেউ এখন আর বেঁচে নেই। অথচ মৃত্যু তাকে স্পর্শ করেনি। আক্ষেপ করে ১৭৯ বছরের বৃদ্ধ বলেন, ‘যমে বোধ হয় আমাকে নিতে ভুলে গিয়েছে।’ শুধু ভারত কিংবা বিশ্বেই নয়, সমগ্র মানবজাতিতে ১৭৯ বছরের এই বৃদ্ধই নাকি প্রবীণতম! তার নাম রয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও।


মহাশতা মুরাসির জন্ম ১৮৩৫ সালের ৬ জুনে, ভারতের বেঙ্গালুরুতে। এমনটাই দাবি ওয়ার্ল্ড নিউজ ডেইলি রিপোর্ট ডট কমের। তবে এ খবরের সত্যতা কতটা, তা তর্কযোগ্য। ওয়েবসাইটটির আরো দাবি, মুরাসি নাকি এখন দুঃখ করে বলেন, ‘আমার চোখের সামনে আমার নাতি-নাতনিরা মারা গিয়েছে। কিন্তু আমাকে মৃত্যু গ্রাস করেনি। আমি তাই মরার আশা ছেড়ে দিয়েছি।’

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী জীবনে তার কোনো চাওয়া পাওয়া ও আশা নেই। তবে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক ও আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে চান তিনি। এর পরও সবকিছু মিলে ভালই আছেন বলে জানান তিনি।  

 

যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গিনেস রেকর্ড মুরাসির নাম রয়েছে বিশ্ব নয়, ভারতীয় ইতিহাসের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি হিসেবে। তবে এই তথ্যের যর্থাথতাও নিশ্চিত করা যায়নি।  
ভারতের সরকারি সূত্র মতে, বেঙ্গালুরুর থেকে ১৯০৩ সালে বারানসিতে এসে মুচির কাজ শুরু করেন মুরাসি। ১৯৫৭ সালে ১২২ বছর বয়সে এ কাজ থেকে অবসরে যান তিনি।

 

জন্ম সনদ ও ভারতীয় কার্ড থাকলেও তার নেই কোনো মেডিক্যাল সনদ। সর্বশেষ তিনি ১৯৭১ সালে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এর পর আর কোনো চিকিৎসকের শরণাপন্ন হননি তিনি। এমনকি ১৯৭১ সালে তিনি যে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, তিনিও মারাও গেছেন। তাই তার বয়সের রহস্য জট খোলা সম্ভব হয়নি।  

 

তবে এ খবরের সত্যতা কতটা, তা তর্কযোগ্য। কারণ, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস ঘেঁটে দেখা গেছে, পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষের নাম জিয়ানে লুইস কালমেন্ট। ১৮৭৫ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম নেওয়া এই নারী ফ্রান্সের নাগরিক। তার বর্তমান বয়স ১২২ বছর ১৬৪ দিন।



তথ্যসূত্র : ওয়ার্ল্ড বুলেটিন ডট নেট।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ নভেম্বর ২০১৪/সন্তোষ/কামরুজ্জামান/এএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়