ঢাকা     শুক্রবার   ১৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

‘সম্মানী ভাতায় দেশের উন্নয়নে কাজ করি’

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৫ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সম্মানী ভাতায় দেশের উন্নয়নে কাজ করি’

ছাদেকুর রহমান ছাদেক। ‘বৃক্ষ প্রেমিক ছাদেক’নামেই বেশি পরিচিত। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় অস্ত্র হাতে একাত্তরে যুদ্ধ করেছেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন তিন নম্বর সেক্টরের সবচেয়ে ছোট বালকটিই আজ ‘বৃক্ষ প্রেমিক ছাদেক’।

স্বাধীনতার সাড়ে তিন যুগেও দেশের খাদ্য ঘাটতি মেটাতে না পারায় তার মধ্যে ক্ষোভ দানা  বাঁধে। সেই ক্ষোভ থেকেই ছাদেকুর রহমান নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ।

গ্রাম, বন্দর, ও শহরে নিরলসভাবে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে বৃক্ষ রোপণ কার্যক্রম ও সনসচেতনতার কাজ করে যাচ্ছেন। তার এসব কাজের উদ্দেশ্য সোনার বাংলা, রূপসী বাংলা ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়া। কোন পদক কিংবা খ্যাতি ছড়িয়ে পড়ুক সেটা চান না ছাদেক। অনেকটাই আড়ালে থেকেই দেশ গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন এই মুক্তিযোদ্ধা।

এরই ধারাবাহিকতায় রোববার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বৃক্ষ রোপণে পথচারীদের উৎসাহিত করতে প্রচারাভিযান চালাচ্ছিলেন ছাদেকুর রহমান। প্রচারাভিযানের এক ফাকেঁ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম’র আমন্ত্রণে কার্যালয়ে আসেন তিনি। বৃক্ষ প্রেমিকের সঙ্গে তার কার্যক্রম নিয়ে কথা বলেন আমাদের অর্থনৈতিক প্রতিবেদক নিয়াজ মাহমুদ। ঘণ্টাব্যাপি এই আলাপচারিতার চুম্বকাংশ পাঠকদের জন্য তুলে ধরা হল।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৫/নিয়াজ/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়