ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মামাকে হাতুড়ি পেটা, হাসপাতালে মৃত্যু 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২ জুলাই ২০২২  
মামাকে হাতুড়ি পেটা, হাসপাতালে মৃত্যু 

কুষ্টিয়ার মিরপুরে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় আহত আয়ূব আলী (৫৫) নামের এক ঐ ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাগ্নে সাজু পলাতক রয়েছে।

শনিবার (২ জুলাই) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আয়ূব আলী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।  

আয়ূব আলীর ভাতিজা নাজমুল বলেন, নিমতলা বাজার থেকে ফেরার পথে চাচাকে হাতুড়ি দিয়ে মারাত্মক আহত করেন তারই চাচাতো বোনের ছেলে সাজু। পরে পথচারীরা তাকে পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। প্রথমে মিরপুর পরে কুষ্টিয়ায় হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পড়ুন: ফিল্মি স্টাইলে মামাকে পেটালেন ভাগ্নে!

ঘটনার কারণ সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন ধরে সাজুর মা অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য গরু বিক্রি করতে হয়েছে। এলাকায় না থাকায় তার মামারা গরু বিক্রি করে বোনের চিকিৎসা করেছে। এজন্য মামা আয়ূব আলীর ওপর রাগ ছিল সাজুর।

এদিকে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ভাগ্নে সাজু। সে পূর্বের একটি হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘদিন ভারতে পলাতক ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

কাঞ্চন/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়