ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাগুরায় পাঁচ রোহিঙ্গা যুবক আটক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩  
মাগুরায় পাঁচ রোহিঙ্গা যুবক আটক

বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য ক্যাম্প থেকে বেরিয়েছেন বলে দাবি করেছেন রোহিঙ্গা যুবকরা

মাগুরার শ্রীপুর থানা পুলিশ পাঁচ রোহিঙ্গা যুবককে আটক করেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় মাগুরা-ঢাকা মহাসড়কের চেকপোস্টে কুষ্টিয়া থেকে ঢাকাগামী নিউ গ্রিন এক্সপ্রেস পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মো: মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর (২৩) ও আরাফাত নূর (১৭), আব্দুল হকের ছেলে রবিউল আলম (২৮) এবং মসিউল্ল্যাহর ছেলে ওমর ফারুখ (১৬)। প্রথম চার যুবক কক্সবাজারের উখিয়া উপজেলার ১ নম্বর কুতুপালং শরণার্থী শিবিরের (রোহিঙ্গা ক্যাম্প) এবং ওমর ফারুখ উখিয়া উপজেলার ১২ নম্বর কুতুপালং ক্যাম্পে বাস করত বলে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানিয়েছেন।

রোহিঙ্গা যুবকরা দাবি করেছেন, বাংলাদেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য ক্যাম্প থেকে বেরিয়েছেন তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় এ প্রতিবেদককে বলেছেন, মাগুরা-ঢাকা সড়কে ওয়াপদা পুলিশ চেকপোস্ট এলাকায় একটি বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহ হওয়ায় রোহিঙ্গা যুবকদের থানায় এনে জিঙ্গাসাবাদ করা হয়। আদালতের মাধ্যমে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

শাহীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়