ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৩  
সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু

সাতক্ষীরায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী প্রায় মাসব্যাপি গুড়পুকুর মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মানিক সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। 

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দীন, প্যানেল মেয়র-২ শেখ আনোয়ার হোসেন মিলন, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, পৌর নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, শেখ মারুফ আহম্মেদ, আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

আরো পড়ুন:

তিনশত বছর আগে শুরু হওয়া ভাদ্র মাসের শেষ দিনে পূজা ও মেলা বসে সাতক্ষীরা শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ে প্রাচীন বটবৃক্ষের নিচে। এ বারের মেলায় থাকছে প্রায় ৩০০টির মতো বিভিন্ন পণ্যের দোকান। এ ছাড়া রয়েছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি, লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেত পণ্যের দোকানসহ বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। 

মেলা অনুষ্ঠানে ২০ দিনের অনুমতি দিয়েছে প্রশাসন। মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন। 
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়