ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেনাপোল দিয়ে ৭৪ মেট্রিক টন আলু আমদানি

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ২ ডিসেম্বর ২০২৩  
বেনাপোল দিয়ে ৭৪ মেট্রিক টন আলু আমদানি

দেশের বাজারে দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় এবার ভারত থেকে আলু আমদানি করলো সরকার। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনটি ট্রাকে করে ১ হাজার ৪৮০ বস্তায় ৭৪.০১ মেট্রিক টন আলু ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। এর ফলে চাল, ডাল, গম, পেঁয়াজ, সজনেডাটা ও কাঁচামরিচসহ নানা ধরনের পণ্যের পর ভারত থেকে প্রথমবারের মতো এই বন্দর দিয়ে আলু আমদানি শুরু হলো।

শনিবার (২ ডিসেম্বর) আলুর চালানটি ছাড় করণের কাজ সম্পন্ন হয়।

আরো পড়ুন:

আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্ট্রিগ্রেটেড ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ। রপ্তানিকারক ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। গতকাল শুক্রবার সরকারি ছুটি থাকায় আজ শনিবার আলুর চালানটি ছাড় করণের কাজ সম্পন্ন হয়।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, ১৮০ ডলারে প্রতি মেট্রিক টন আলু শুল্কায়ন করা হবে। ভারত থেকে আলু আমদানি করে দেশে আনতে সবমিলিয়ে কেজি প্রতি খরচ হচ্ছে ২২-২৫ টাকা। ফলে বাজারে ২৮-৩০ টাকায় সরবরাহ করা সম্ভব হবে। এতে করে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, গত বৃহস্পতিবার রাতে ৭৪.০১ মেট্রিক টন আমদানিকৃত আলু বন্দরে প্রবেশ করেছে।  শনিবার আলুর চালানটি খালাস হয়।

রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়