ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ৬ ডিসেম্বর ২০২৩  
মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মেট্রোরেলের মালামাল নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ এমভি ‘ফিনিক্স কোরাল’। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাহাজটি বন্দরের আউটার বার এলাকায় নোঙর করে। রাতে জোয়ারের সময় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ার কথা রয়েছে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে পানামা পতাকাবাহী এ জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে।

রফিকুল ইসলাম বলেন, জাহাজে মেট্রোরেলের ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রয়েছে। রাতে জাহাজ থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু করার কথা রয়েছে। পণ্য খালাসের পর সড়ক পথে তা ঢাকায় নেওয়া হবে।

শহিদুল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়